Home » রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি

by admin

প্রতিনিধি, উদয়পুর :-রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি উদয়পুর শহরে । ঘটনার সূত্রে জানা যায় , বুধবার রাত সাড়ে ১১ টা নাগাদ রমেশ চৌহমুনী এলাকার ব্যবসায়ী রাকেশ দেবনাথ দোকানের ব্যবসা-বাণিজ্য শেষ করে অন্যান্য দিনের মতো রাতে বাড়ি চলে যায় কিন্তু বৃহস্পতিবার সাড়ে ১১ টা নাগাদ দোকানে এসে দেখতে পায় দোকানের পেছনের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে । পরে দোকানের ভেতর প্রবেশ করে দোকান মালিক রাকেশ দেখতে পায় তার দোকানে থাকা একটি মোবাইল ফোন , নগদ দশ হাজার টাকার ঠান্ডা পানীয় থেকে শুরু করে আরো অন্যান্য দোকানের সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। কিন্তু প্রশ্ন উঠছে রমেশ স্কুল থেকে মাত্র কুড়ি মিটার দূরেই দোকান । যেখানে গোমতী জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ভোটের মেশিন রাখা রয়েছে সে সকল ভোটের মেশিন পাহারা দিচ্ছে স্কুলের ভেতর এবং বাইরের রাস্তায় দাঁড়িয়ে পুলিশ ও সেনাবাহিনী। প্রতিনিয়ত টহল চলছে রমেশ চৌহমুনির জাতীয় সড়কে পুলিশের গাড়ির। কিন্তু সেই জায়গায় কিভাবে এত বড় চুরি কান্ড সংগঠিত হলো রাতের অন্ধকারে তা বুঝে উঠতে পারছে না দোকান মালিক। এই ঘটনায় উদয়পুর শহরবাসীর মধ্যে ব্যাপক উৎকন্ঠা তৈরি হয়েছে । এখন দেখার বিষয় রাধা কিশোরপুর থানার পুলিশ সংবাদ সম্প্রচারিত হওয়ার পর কি ব্যবস্থা গ্রহণ করে ।

You may also like

Leave a Comment