প্রতিনিধি কৈলাসহর:-নির্বাচনের প্রাক্কালে রোহিঙ্গা অনুপ্রবেশে রীতিমতো চিন্তার ভাঁজ পরেছে প্রশাসনের।পাঁচজন রোহিঙ্গাকে কৈলাসহর পাইতুর বাজার মোটর স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে কৈলাহর থানায় নিয়ে আসা হয়।ঘটনার বিবরণে জানা যায় সোমবার সকাল বেলা পাঁচ জন রোহিঙ্গা অবৈধভাবে মাগুরুলী এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং এই পাঁচ রোহিঙ্গা হায়দ্রাবাদ যাবার উদ্দেশ্যে কৈলাসহর পাইতুরবাজার মোটরস্ট্যান্ডে আসে।গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তাদেরকে আটক করে কৈলাসহর থানায় নিয়ে আসা হয়।এই পাঁচ জনের মধ্যে দুজন রয়েছে নাবালক,ওরা একই পরিবারের সদস্য বলে জানা যায়।ওদের নাম আলিম উদ্দিন(৪৮) পিতা মৃত আব্দুল হাসান,আব্দুল শুকুর (১৮) পিতার শাহিদ হাসান, এবং সানুয়ারা (৩৮) পিতা শাহিদ হাসান।খবরে জানা যায়,ওরা মায়ানমার রিফুজি ক্যাম্প থেকে এসেছে।
170