শান্তির বাজার প্রতিনিধি: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব কে আরো বেশি ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে ৩৬ শান্তির বাজার মন্ডলের অন্তর্গত মনু এডিসি ভিলেজের ২৫ নং বুথে মিঠুন চক্রবর্তীর বাড়িতে এক উঠান সভার মধ্যে দিয়ে এসি মোর্চার শান্তিরবাজার মন্ডল সহসভাপতি প্রদীপ দাসের নেতৃত্বে সিপিআইএম দলের মনু অঞ্চলের সামনের সারির নেতা সহ ৮ পরিবারের ৩২ ভোটার যোগ দিলেন পদ্মের গেরুয়া শিবিরে । নবাগতদের বিজেপি গেরুয়া ঝান্ডা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, ৩৬ শান্তির বাজার মন্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ, ৩৬ শান্তির বাজার মন্ডলের সহ-সভাপতি রমেশ রিয়াং, মনু ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির সদস্য অমল দাস, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই যোগদান সভার সভাপতির আসন অলংকৃত করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী নিমাই চক্রবর্তী। সিপিএম দল থেকে আসা যোগদানকারীরা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন এই উন্নয়নের নিরিখে এবং এই উন্নয়নকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ধারাবাহিক উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়ে বিজেপি দলে যোগদান করেছেন। পাশাপাশি আজকের এই যোগদান সভায় বিধায়ক প্রমোদ রিয়াং আলোচনা করতে গিয়ে বলেন আন্দোলন ছাড়াই মানুষ পাবে নিজেদের অধিকার এ হয়েছে বিজেপি সরকার এবং সরকারের একাধিক উন্নয়নে পরিকল্পনা গুলি এই উঠান সভার জন সম্মুখে তুলে ধরেন সাধারণ লোকজনদের মধ্যে। শ্রী বিধায়ক আরো বলেন এই সরকার জনগণের সরকার , জাতির জনজাতি গরিব সাধারণ মানুষের মান উন্নয়ন করায় এই সরকারের লক্ষ্য, বিভ্রান্ত না হয়ে আগামী ১৯ শে এপ্রি পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয় করে বিজেপির হাতকে শক্ত এবং মজবুত করুন সকলে এগিয়ে আসুন উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে।
বিধায়কের হাত ধরে সিপিএমের অঞ্চল নেতা সহ ৮ পরিবারের ৩২ ভোটের গেরুয়া শিবিরে।
by admin
written by admin
133
previous post
চড়িলামে প্রচারে ঝড় তুলেন মুখ্যমন্ত্রী
next post