প্রতিনিধি, বিশালগড় , ৮ এপ্রিল।। বসন্তের তপ্ত দুপুরে চড়িলামে আছড়ে পড়ে জনঢল। অতীতের সকল রেকর্ড ভেঙে চুরমার করে নয়া রেকর্ড গড়েছে বিজেপির কার্যকর্তারা। রীতিমতো জনসমুদ্রের রূপ নেয় জাতীয় সড়ক। সোমবার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের উপস্থিতিতে চড়িলামে অনুষ্ঠিত হয় সুবিশাল রোড শো । আয়োজিত রোড শো তে জনঢল আছড়ে পড়ে। নবনির্মিত মোটরস্ট্যান্ড থেকে শুরু হয় রোড শো। হুড খোলা গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। এছাড়া র্যালিতে ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ প্রমুখ। ব্যান্ডের তালে বেলুনের ঝাঁক নিয়ে মিছিলে হাঁটেন কয়েক হাজার নরনারী । জাতি জনজাতি সকল অংশের কার্যকর্তার উপস্থিতি এবং উচ্ছ্বাস লোকসভা নির্বাচনে নয়া ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছে । মহিলা কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়। রোড শো শেষে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সাংবাদিকদের বলেন রাজ্যের দু’টি আসনে বিজেপির জয় সুনিশ্চিত। চড়িলামে এমন জনঢল আছড়ে পড়বে ভাবিনি। চড়িলামের জনতা উন্নয়নের পক্ষে রয়েছে। গত পাঁচ বছরে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন চড়িলামের উন্নয়নে কাজ করেছে। গ্রামীণ রাস্তা বিদ্যুৎ পানীয় জল পরিকাঠামো উন্নয়ন ঘটেছে। এই উন্নয়নের ফসল আজকের জনসমাগম। তিনি বলেন নরেন্দ্র মোদির নেতৃত্বে আবার বিজেপির সরকার হবে। বৈভবশালী ভারত গড়ার সংকল্প বাস্তবায়নের দিকে এগোচ্ছে দেশ। এ রাজ্যে ধুয়েমুছে সাফ হয়ে যাবে উন্নয়ন বিরোধী বাম কংগ্রেস জোট।
87