প্রতিনিধি, উদয়পুর :-ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার উদ্যোগ উদয়পুর মহকুমার অন্তর্গত মহারানী হাসপাতাল চৌমুহনীতে এক পথসভা অনুষ্ঠিত হয় । এই পথ সভায় উপস্থিত ছিলেন , ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস ,টিআর কে এস এর উদয়পুর মহকুমার সাধারণ সম্পাদক অনুপ সরকার , বিএম এস এর রাজ্য মিডিয়া সেলের ইনচার্জ দ্বিগবিজয় ভাওয়াল , টি আরকেএসএর মহারানী ইউনিটের সভাপতি ফরিদ আহমেদ ও অটো মজদুর সংঘের জেলা সম্পাদক প্রদীপ মজুমদার সহ প্রমুখ । এদিনের পথ সভায় জেলা সভাপতি গৌতম দাস ভাষণ রাখতে গিয়ে বলেন , বিগত দিনে বামেরা কর্মচারীদেরকে যখনই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করার সিদ্ধান্ত যখন নেওয়া হতো তখনই সমিতি অফিসে চাঁদা দেওয়ার জন্য নির্দেশ চলে আসতো । এছাড়া বিরোধী রাজনৈতিক দলের কর্মচারী সমর্থককে সেই সময় বহুদূরান্তে বদলি করা হতো। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সরকার পরিবর্তনের সাথে সাথে এই ধরনের কোন নির্দেশিকা বর্তমান সরকার এখনো পর্যন্ত দেয়নি শান্তিপূর্ণভাবেই কর্মচারীরা তাদের নিজ নিজ কর্মস্থলে কাজ করে চলেছে। ভারতীয় মজদুর সংঘ কর্মচারীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সরকারের সাথে বিভিন্ন সময় বৈঠক করে থাকে । আগামী দিনে ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয়ী করার জন্য এদিন আহ্বান রাখেন বিএমএস-র জেলা সভাপতি গৌতম দাস সহ প্রমুখ নেতৃবৃন্দ। এদিন ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে মহারানী হাসপাতাল চৌহমুনীতে যে পথসভা করা হয়েছে তাতে কর্মচারী থেকে শুরু করে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় ।
112
previous post