প্রতিনিধি , উদয়পুর :- রাজ্য একটা সময় জাতি জনজাতির মধ্যে বিভাজনের রাজনীতি করেছে বামফ্রন্ট । উন্নয়নের নাম করে আত্মসাৎ করেছে বহু টাকা । কখনো পাহাড়ি এলাকায় উন্নয়ন পৌঁছে দেয়নি বামেরা। শুধুমাত্র নিজেদের রাজনীতির লাভের অংক চিন্তা করে বিভিন্নভাবে বিভিন্ন সময় জনজাতি ভোটারদের দিয়ে রাজনীতি করে গিয়েছে। রাজ্যজুড়ে সন্ত্রাস অস্থির পরিস্থিতির মাধ্যমে উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছিল । তাদের অপশাসনের দরুন অনেক ক্ষেত্রে পিছিয়ে গিয়েছিল ত্রিপুরা । কিন্তু ২০১৮ সালে রাজ্যে পালাবদলের পর এগিয়েছে পাহাড়। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় তাদের কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠিয়েছেন বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করার জন্য। সে সমস্ত রিপোর্ট রাজ্যে এবং কেন্দ্রে জমা পড়েছে। কিভাবে তাদেরকে উন্নত করা যায়। সেসব বিষয়ে ভাবনা চিন্তা করেছে প্রধানমন্ত্রী। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে গণদেবতাদের কাছে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানের মধ্য দিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন বিধায়ক রামপদ জমাতিয়া । যেভাবে প্রতিদিন কখনো গভীর জঙ্গলের মধ্য দিয়ে আবার কখনো পাহাড়ি এলাকার বিভিন্ন জনজাতি পরিবারের মধ্যে মিশে গিয়ে দলীয় প্রচার করে চলেছেন বিধায়ক রামপদ জমাতিয়া তাতে করে কিল্লা এলাকার বিভিন্ন জনজাতি এলাকায় বামেদের সংগঠন দুর্বল হয়ে পড়েছে। মানুষ বিকাশমুখী সরকারের দিকে ধাবিত হচ্ছে। রাজ্যে যে উন্নয়ন করেছে বর্তমানে বিজেপি সরকার তা কখনো গত ২৫ বছরে এই পাহাড় বাসী দেখেনি । কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা ,রাস্তাঘাট বিদ্যুৎ ,পানীয় জল ও বেকারদের বিভিন্ন কর্মসংস্থান করে দেওয়া ইত্যাদি বিষয়ে এবার বর্তমান বিজেপি সরকার রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন করার কারণে বর্তমানে প্রতিদিন এই লোকসভা ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে শাসক দলে যোগ দিচ্ছে ভোটাররা । এমনটাই মনে পড়ছে বাগমার সচেতন রাজনৈতিক মহল ।
131