প্রতিনিধি, বিশালগড়, ।। বিশালগড়ের সাংবাদিক প্রসেনজিৎ রায়ের ওপর প্রাণঘাতী হামলার মূল অভিযুক্ত বিন্দু রায়কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত । মঙ্গলবার বিকালে আরও এক সমাজবিরোধীকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। বুধবার ধৃত সুজিৎ নম: কে আদালতে সোপর্দ করা হবে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশালগড় মোটরস্ট্যন্ড এলাকায়। সাংবাদিক প্রসেনজিৎ রায়ের ওপর প্রাণঘাতী হামলা চালায় বিশালগড় আমবাগান এলাকার কুখ্যাত সমাজবিরোধী বিন্দু রায়, উনার ছেলে পুলক রায়, সুজিৎ নম:, বিদ্যুৎ রায়। লোহার রড নিয়ে আঘাত করে। সাংবাদিক মাথা নুইয়ে নেয়ায় প্রাণে বেঁচে যায়। বিন্দু রায়ের ভাই বিদ্যুৎ রায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি দেয়। উপস্থিত সাংবাদিকদের সহযোগিতায় আক্রান্ত সাংবাদিককে বিশালগড় মহকুমা হাসপাতালে নেয়া হয়। আক্রমনকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করে মহকুমার সাংবাদিকরা। একসময় রাস্তা অবরোধ শুরু করে। পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় সাংবাদিকরা। এসডিপিও পান্নালাল সেন এবং ওসি রানা চ্যাটার্জির তৎপরতায় কিছুক্ষণের মধ্যে মূল অভিযুক্ত বিন্দু রায়কে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে তদন্তকারী অফিসার। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪১/৩২৬/৩০৭/৫০৬/৩৪ ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। আসামী পক্ষের আইনজীবীর জামিনের আবেদন খারিজ করে অভিযুক্ত বিন্দু রায় কে আগামী ১০ এপ্রিল পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এ পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাজ্যের ডিজিপি’র নিকট ডেপুটেশন দিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন। এসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি বিজয় পাল সম্পাদক সুনীল দেবনাথের নেতৃত্বে পুলিশ মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে এদিন সাংবাদিকদের এক প্রতিনিধি দল দ্বিতীয় দফায় ওসি রানা চ্যাটার্জির সঙ্গে কথা বলে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ বিশালগড়ের সাংবাদিকরা। জানা গিয়েছে মূল অভিযুক্ত বিন্দু দেবনাথ হাউজিং বোর্ডে কর্মরত সরকারি কর্মচারী। অফিস কামাই করে বেআইনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। তার স্থাবর সম্পদের পরিমাণ প্রায় পঞ্চাশ কোটি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদের মালিক সে। এ কারণে যা ইচ্ছে তা করে যাচ্ছে বিন্দু এবং তার পুত্র পুলক রায় সহ সাঙ্গপাঙ্গরা ।
128
previous post