Home » বড় ভাইয়ের মারে রক্তাক্ত ছোট ভাইপুলিশে অভিযোগ

বড় ভাইয়ের মারে রক্তাক্ত ছোট ভাইপুলিশে অভিযোগ

by admin

প্রতিনিধি মোহনপুর:-বড় ভাইয়ের মারে রক্তাক্ত হয়েছে ছোট ভাই। এই বিষয়ে অভিযোগ করা হয়েছে পুলিশের। ঘটনা এয়ারপোর্ট থানা ধিন বামুটিয়ার তেবাড়িয়া এলাকায়। অভিযুক্ত বড় ভাইয়ের নাম সন্তোষ সরকার।
রবিবার বামুটিয়ার ব্লক সংলগ্ন তেবারিয়া এলাকায় পূরণ সরকার এবং সন্তোষ সরকার নামে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। পূরন সরকার অভিযোগ করে তাঁদের বাড়িতে থাকার শৌচালয়ে সামনে আগাছা তৈরি হওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই সন্তোষ সরকার তাঁর ওপর আক্রমণ করে বলে অভিযোগ। এই আক্রমণে তাঁর নাক এবং কপাল ফেঁটে গেছে। এই বিষয়কে কেন্দ্র করে চিকিৎসা পরিষেবা গ্রহণের পর সোমবারএয়ারপোর্ট থানাতে বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে আহত ছোট ভাই। সোমবার দুপুরে আহত ছোট ভাই সাংবাদিকদের মুখোমুখি হয় বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment