Home » লোকসভা নির্বাচনের প্রাক্কালে নেশা কার বাড়িতে দৌরাত্মবৃদ্ধি।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে নেশা কার বাড়িতে দৌরাত্মবৃদ্ধি।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
আবারো লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এবার বিশাল মাত্রায় নেশা জাতীয় কফ সিরাপ এসকাফ আটক করলো অসম ত্রিপুরা সীমান্তে আসামের বাজারিছড়া থানার অধীন চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের আসাম পুলিশ। আসাম পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত উত্তর প্রদেশের বানারস থেকে আগরতলা যাবার উদ্দেশ্যে PB 13 BD 5534 নম্বরের একটি ১৪ চাকার পশু খাদ্য বোঝাই লরি আসামের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে আসলে ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে লরিটিকে আটক করে তল্লাশি চালায় আসাম পুলিশ। আর এই তল্লাশি লরির ভেতর থেকে পশু খাদ্যের আড়াল থেকে ৪০২ কার্টুনে ১৬০ করে মোট ৬৪,৩২০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ জব্দ করা হয়। সাথে আটক করা হয় লরি চালক রবি শর্মা (২৩) পিতা লক্ষণ শর্মা বাড়ি মধ্যপ্রদেশের অশোকনগর জেলায় এবং সহচালক আসামের করিমগঞ্জ জেলার চাঁদখিরা এলাকার বাসিন্দা সুশীল শুক্লবৈদ্য পিতা মৃত গংগেশ শুক্লবৈদ্যকে। আসাম পুলিশ জানিয়েছে, জব্দকৃত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক সাত কোটি টাকা উপর হবে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে স্থানীয় বাজারিছড়া থানায়। তাদের করিমগঞ্জ সিজিএম আদালতে প্রেরণ করা হবে। আসাম পুলিশের ধারাবাহিক নেশা বিরোধী অভিযানের সাফল্যে খুশির বাতাবরণ লক্ষ্য করা যাচ্ছে আসামবাসীর মধ্যে।

You may also like

Leave a Comment