Home » বিরোধীদল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করছে

বিরোধীদল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করছে

by admin

মোদিজির আদর্শে এবং চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে দলে দলে সাধারণ মানুষ বিরোধীদল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করছে। পাশাপাশি লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে শাসকদল তার প্রচার-প্রসারে কোনরকম খামতি রাখতে চাইছে না। শনিবার পড়ন্ত বিকেলে বিজেপি দলের উদ্যোগে বৈদ্যনাথ চৌমুহনীতে অফিস কার্যালয়ের উদ্বোধন এবং যোগদান সভা আয়োজিত হয়। এদিন প্রথমেই বিজেপি দলের অফিস কার্যালয়ের ফিতা কেটে এবং পতাকা উত্তোলন করে এর শুভ সূচনা করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন সাঁওতাল। পরবর্তীতে উপস্থিত নেতৃত্বরা গোটা অফিস কক্ষটি ঘুরে দেখেন। এর ঠিক
পরেই বিরোধী শিবির থেকে যোগদানকে কেন্দ্র করে এক প্রকাশ্য জনসভা আয়োজিত হয়। এই জনসভায় উপস্থিত হয়ে ১১০ পরিবারের 352 জন ভোটার বিজেপির পতাকা তলে সামিল হন। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার,বিজেপি খোয়াই মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস, বিজেপি মহিলা মোর্চার খোয়াই জেলার সভানেত্রী অপর্ণা সিংহ রায়, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন সাঁওতাল সহ অন্যান্যরা। এই দিন বিজেপি দলে যোগদানকারীদের মধ্যে অন্যতমরা হলেন পহড় মুরা পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন উপ প্রধান মাধব দাস, রুক্মিণী দেবনাথ প্রাক্তন প্রধান। সুজিত পাল প্রাক্তন প্রধান, ধলাবিল পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মিনা গৌড়। এইদিন দলীয় কার্যালয় এবং যোগধানসভা কে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন মোদীজির বিকশিত ভারত সংকল্প যাত্রায় শুধু এই রাজ্যের মানুষ নয় সমগ্র দেশবাসী যুক্ত হয়েছেন। দেশ বিকশিত হচ্ছে। শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই শুধু নয়। আজ ভারত বহি বিশ্বে সমাদৃত হচ্ছে। বিশ্বের শক্তিশালী দেশগুলির রাষ্ট্রনায়করা মোদিজীর কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন। বিশ্বে পঞ্চম অর্থনীতিক দেশ হিসেবে উঠে এসেছে ভারত। আর এর সবই সম্ভব হয়েছে মোদিজীর মতো নেতৃত্বের কারণে। তিনি বলেন সামনেই দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন। এই নির্বাচনে মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ৪০০ এর উপর আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। রাজ্যের দুটি আসনেও ভারতীয় জনতা পার্টির জয় এখন শুধু সময়ের অপেক্ষা। বিরোধীদলের জোট ইন্ডিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন। যে জুট স্থির করতে পারেনি যে তাদের দলের নেতৃত্ব কে হবেন, সেই দলগুলি ভাবছে তারা ভারত বর্ষ শাসন করবে। আসলে এটা তাদের অনেক কল্পনা বলে তিনি মন্তব্য করেন।

You may also like

Leave a Comment