প্রতিনিধি কৈলাসহর:- কৈলাসহর প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক প্রয়াত ধূজ্জটী প্রসাদ দেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ কৈলাসহর প্রেসক্লাব প্রাঙ্গণে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকার জনগণরা উপস্থিত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন । রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি কলেজ ছাত্রী বৈশালী ভট্টাচার্য স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেছেন।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়,ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, কাউন্সিলর সিকিম সিনহা, কৈলাশহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ অন্যান্যররা।