প্রতিনিধি , উদয়পুর :-
দীর্ঘ বহু বছর যাবত এই রাজ্যে শাসন ক্ষমতা ছিল বামফ্রন্ট । কিন্তু তারপরেও চলাচলের সড়ক পথগুলি গ্রামীণ এলাকায় কখনো মেরামত অথবা নতুন ভাবে তৈরি করা সিদ্ধান্ত নেয়নি । এর ফলে বর্ষাকালে কাঁদা যুক্ত মাটির উপর দিয়ে চলাচল করতে হতো গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে । রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত টেপানিয়া , ছাতারিয়া ও খুফিলং এই সকল এলাকার গ্রামীণ সড়ক পথগুলি দীর্ঘ বহু বছর ধরে ভগ্ন দশায় পরিণত হয়েছিল। কোথাও চলাচলের যোগ্য ছিল না এই সকল সড়ক পথগুলি। কিন্তু ২০১৮ সালে বিজেপি – আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে জনগণের ভোটে জয়ী হয়ে মন্ত্রী পদে আসীন হন প্রণজিৎ সিংহ রায়। ধীরে ধীরে গ্রামীণ এলাকার সড়ক পথগুলিকে নতুনভাবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন তিনি। পাঁচ বছর পেরিয়ে এবার ছয় বছরে জোট সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এবার রাজ্যের অর্থমন্ত্রীর হয়ে উঠেন প্রণজিৎ সিংহ রায়। মন্ত্রী হওয়ার পরেও নিজ এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি। গ্রামীন এলাকার এই সড়ক পথগুলি ঘুরে দেখেন মন্ত্রী । বৃহস্পতিবার দুপুরে নিজ বিধানসভা কেন্দ্রের টেপানিয়া ব্লকের অধীন বিভিন্ন এলাকার ছয়টি সি সি রোডের ফিতা কেটে এবং ফলো উন্মোচন করে শুভ উদ্বোধন করেন তিনি । এই সড়ক পথগুলি খুলে দেওয়া হয় গ্রামীন এলাকার সাধারণ মানুষের চলাচলের জন্য। এদিন সিসি রোড উদ্বোধন কে কেন্দ্র করে গ্রামীন এলাকার সাধারণ মানুষ মন্ত্রীর এই ধরনের উদ্যোগ এবং সমস্যা সমাধানকে সাধুবাদ জানান। এদিন মন্ত্রীর সাথে ছিলেন টেপানিয়া ব্লকের বিডিও , টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সহ গ্রাম প্রধান ও উপপ্রধান এবং গ্রামীণ এলাকার বয়োজ্যেষ্ঠ নাগরিকরা । লোকসভা নির্বাচনের আগে যেভাবে উন্নয়নের কাজের গতির দ্রুত বেড়ে চলেছে গোটা রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্র জুড়ে। এর সুফল এবারে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব উন্নয়নের বার্তার মধ্য দিয়ে জয়ী হবে বলে মনে করছেন উদয়পুরের সচেতন রাজনৈতিক মহল।