
ধর্মনগর প্রতিনিধি।
।এবার পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম- জম্পুই হিল আন্ত: রাজ্য সীমান্ত এলাকা দিয়ে বেআইনি ভাবে বিরল প্রজাতির কচ্ছপ এবং কাছিম পাচার করতে গিয়ে কাঞ্চনপুর থানার পুলিশের হাতে গ্রেফতার দুইজন চোরাকারবারি। বুধবার ভোর রাতে গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি উদ্দ্যম দেববরর্মা নেতৃত্বে জম্পুই – কাঞ্চনপুর ৪৪এ-জাতীয় সড়কের নাকা চেকপোস্টে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে ২টি বড় আকৃতির সামুদ্রিক কাছিম এবং ৩টি কচ্ছপ উদ্ধার করে পুলিশ। বেআইনি ভাবে এই প্রানীগুলি পাচারের ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ থানার পুলিশ।ধৃতরা হলেন ছন্দরাম রিয়াং এবং খাছুক রিয়াং। অভিযুক্তরা কাঞ্চনপুরের রিয়াং শরনার্থী শিবিরের স্থায়ী বাসিন্দা। কাঞ্চনপুর থানার ওসি উদ্দ্যম দেববরর্মা জানান, ধৃতদের বিরুদ্ধে বন্য প্রাণী সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া ২টি কাছিম এবং ৩টিকচ্ছপ কাঞ্চনপুর বন দপ্তরের কাছে হস্তান্তর করা হবে ।