প্রতিনিধি, বিশালগড় , ১৩ মার্চ।। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসম্পর্ক অভিযান চলছে বিজেপির। বিভিন্ন সরকারি প্রকল্পের লাভার্থীদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে রাজ্য জুড়ে । বিজেপির প্রদেশ জেলা এবং মন্ডল স্তরের সকল কার্যকর্তা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। বুধবার গোলাঘাটি বিধানসভার দয়ারামপাড়া এডিসি ভিলেজ এলাকায় লাভার্থী সম্পর্ক অভিযানে অংশ নেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। অভিযানে অংশ নেন প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা, সম্পাদক নিতাই শীল, মন্ডল সহসভাপতি নারায়ণ দেবনাথ প্রমুখ। দয়ারামপাড়া এডিসি ভিলেজ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনজাতি পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিজেপির প্রদেশ সভাপতি। তিনি জানান ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সাধারণ খেটে-খাওয়া মানুষের জন্য অনেক প্রকল্প চালু করা হয়েছে। বিগত বাম সরকার কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দলবাজি সজন পোষন করেছে। এ রাজ্যের জনজাতিদের উন্নয়নে কোন কাজ করেনি বামফ্রন্ট। ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর কেন্দ্রীয় প্রকল্পের সঠিক বাস্তবায়নের পাশাপাশি রাজ্য সরকারের গৃহীত প্রকল্প গুলো ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। এমন কোন পরিবার নেই যারা বিগত ছয় বছরে কোন সরকারি প্রকল্পের সুবিধা পায়নি। সবকা সাথ সাবকা বিকাশ নীতিতে প্রতিটি পরিবারে কোন না কোন প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে। সাধারণ মানুষ সরকারের কাজে খুশি। জনজাতিরাও আবার নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করতে প্রস্তুত রয়েছে বলে তিনি আশা ব্যক্ত করেন । তিনি বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। জাতি জনজাতি সবাই মিলে শান্তি উন্নতির জন্য হাতে হাত ধরে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার সংকল্প বাস্তবায়ন হবে।
102