Home » অমরপুরে খুন হওয়া যুবকের মৃতদেহ ছবি মুড়াতে উদ্ধার করলো এনডিআরএফ

অমরপুরে খুন হওয়া যুবকের মৃতদেহ ছবি মুড়াতে উদ্ধার করলো এনডিআরএফ

by admin

প্রতিনিধি, উদয়পুর ১৩ মার্চ:- ধার দেনার বিষয়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে গোমতী নদীতে ফেলে দিল শম্ভু হরি জমাতিয়া (৩৬) নামের এক যুবক। অভিযুক্ত যুবকের বাড়ি অমরপুর মহকুমার বীরগঞ্জ থানাধীন লালগিরি গ্ৰামে। মঙ্গলবার বিকেলে রোমহর্ষক এই ঘটনাটি সংগঠিত হয়েছে অমরপুর ছবিমুড়া পর্যটন কেন্দ্র থেকে কিছুটা দূরে কলসী এলাকায় গোমতী নদীর পাড়ে। অপরদিকে মৃত জাইতি সিং মলসুম (৩৫) এর দেহের সন্ধানে রাত পর্যন্ত গোমতী নদীতে খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, অমরপুর লালগিরি গ্ৰামের বাসিন্দা শম্ভু হরি জমাতিয়া কিল্লা থানাধীন কলসির বাসিন্দা জাইতি সিং মলসুম এর কাছে ৪০ হাজার টাকা পাওনা ছিল। টাকা না দেওয়াতে জাইতি সিং মলসুমকে মঙ্গলবার দা দিয়ে কুপিয়ে গোমতী নদীতে ফেলে দেয়। ঘটনা সংঘটিত হওয়ার পর মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শম্ভু হরি জমাতিয়া বীরগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করে গোটা ঘটনা বীরগঞ্জ থানার পুলিশকে জানালে অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের নেতৃত্বে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়‌ এবং নদীতে তল্লাশি শুরু করে। পরবর্তী সময় অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় পুলিশি ভাবে ব্যর্থ হয়ে এনডিআরএফের টিম কে আগরতলা গকুলনগর থেকে খবর দেয় সে মৃতদেহটিকে খুঁজে বের করার জন্য। জানা যায় , অমরপুর মহকুমা পুলিশ অধিকারীক দেবাঞ্জলি রায় অনেক কাকুতি-মিনতি করার পর পরবর্তী সময় এন ডিআর এফটিম ঘটনাস্থলে পৌঁছে আজ দুপুর নাগাদ সে মৃতদেহটিকে ছবিমুড়া এলাকা থেকে উদ্ধার করে। বর্তমানে মৃতদেহটি গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত করার জন্য । গোটা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি গোটা গোমতী জেলা জুড়ে ।

You may also like

Leave a Comment