ধর্মনগর প্রতিনিধি।* কয়দিন বিরতির পর এবার ফের নেশা বিরোধী অভিযানে বিপুল পরিমান নেশা জাতিয় কেপসুল বোজাই একটি লরি আটক করল বাজারিছড়ার চুরাইবাড়ি পুলিশ।এতে আটক করা হয় লরি চালকেও।জানা গেছে প্রতি দিনের ন্যায় মঙ্গলবার সকালে টিআর(শূণ্য এক)এএস(এক সাত তিন পাচ)নম্বরের একটি ছয় চাকার ফল বোজাই লরি ত্রিপুরায় প্রবেশের মুখে রাজ্য সীমান্তের চুরাইবাড়ি গেইটে পৌছালে লরিটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালান গেইট ইনচার্জ প্রণব মিলি।এতে লরি বোজাই ফলের কার্টুনের আড়াল থেকে একশ চুয়াল্লিশ পাতা করে মোট তিন
শ কুড়ি প্যাকেটে চার হাজার ছয়`শ আশিটি পসমো প্রক্সিবন নামক নেশা জাতিয় কেপসুল উদ্ধার হয়।যার কালোবাজারী মুল্য কুড়ি লক্ষাধিক টাকার মত হবে।এ কান্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় লরি চালক সুমন দাসকে।তার বাড়ি ত্রিপুরায়।এতে পুলিশের পক্ষে নিজ থেকে ধৃত চালকের নামে এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নেওয়া হয়েছে।ধৃতকে রাতভর বাজারিছড়া থানায় আটকে রেখে জেরার পর বুধবার মহামান্য আদালতে সোপর্দ করা হবে।পাশাপাশি এ কান্ডে জড়িত অন্যদের খুজে বের করতে পুলিশের তল্লাশি অব্যাহত থাকবে বলে জানান গেইট ইনচার্জ মিলি বাবু।
পাচারের মুখে বাজারিছড়ার চুরাইবাড়িতে জব্দ বিপুল পরিমান নেশা জাতিয় কেপসুল।আটক লরি সহ চালকও।
124