
ধর্ষিতা গৃহবধূ, আটক অভিযুক্ত। সামাজিক অবক্ষয়ের শিকার আরো এক গৃহবধূ। সাম্প্রতিককালে খোয়াই মহিলা থানা এলাকার বেশ কিছু ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে। এমনকি গণধর্ষণের মত নেক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে। আর এর শিকার হয়েছে যুবতী এবং গৃহবধূরা। চলতি বছরে খোয়াই মহিলা থানায় ২৯ টি ধর্ষনের মামলা লিপিবদ্ধ হয়েছে। গতকালও এমন একটি নেক্কারজনক ঘটনার সাক্ষী হয় খোয়াই মহিলা থানাধীন ভিমেরটিলা এলাকার জনগণ। অভিযোগ ননাসের জামাই কতৃক ধর্ষিত এক গৃহবধূ। ঘটনা খোয়াইয়ের চেবরির ভিমেরটিলা এলাকায় গতকাল রাত আড়াইটা নাগাদ। গতকাল সন্ধ্যায় চেবড়ি বাজারে এক পূজা কমিটির উদ্যোগে আয়োজিত হয় গানের আসর। ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল রাতে চেবড়ি বাজার থেকে অর্কেস্ট্রা দেখে বাড়ি ফেরার পথে চেবরি ভিমেরটিলা এলাকায় ননাসের বরের পাশবিক লালসার শিকার হয় শ্যালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া গৃহবধূ এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দারস্ত হয়। এবং খোয়াই মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে দর্শনের মামলা দায়ের করে । মামলার নম্বর ২৯/২০২৩ সেকশন ৩৭৬/৫০৬ আইপিসি অ্যাক্ট। পুলিশ মামলা নিয়ে তদন্তে নেমে অভিযুক্তকে আটক করেছে চেবড়ির নিজ বাড়ি থেকে। অভিযুক্তের নাম দ্বিজেন রায়, বয়স ৩২। সোমবার দুপুরে অভিযুক্তকে খোয়াই জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়। মাননীয় আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হাজতে পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।