Home » তুলা বাগানে অবৈধ গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ

তুলা বাগানে অবৈধ গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ

by admin

 প্রতিনিধি মোহনপুর :- অবৈধভাবে গড়ে তোলা গাঁজা বাগান কেঁটে ধ্বংস করে দিল লেকুঙ্গা থানার পুলিশ। সোমবার তালাবান এলাকায় চলে এই গাজা বিরোধী অভিযান। এতে প্রায় তিন হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন লেফুঙ্গা থানার ওসি।
রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি লেফুঙ্গা থানা এলাকাতেও বেশ কিছু অঞ্চল জুড়ে তৈরি হয়েছে অবৈধ গাঁজা বাগান। সোমবার এই গাঁজা বাগান গুলোতে টিএসআর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এই অবৈধ গাঁজা বাগানে থাকা গাঁজা গাছগুলোকে কেটে নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি সহদেব দাস। পাশাপাশি আগামী দিনেও এলাকার বিভিন্ন কাজা বাগান গুলো এভাবেই ধ্বংস করা হবে বলে স্পষ্ট করে দিলেন ওসি সহদেব দাস।

You may also like

Leave a Comment