Home » দুর্ঘটনাকে ঘিরে তীর্থমুখে রাস্তা অবরোধ

দুর্ঘটনাকে ঘিরে তীর্থমুখে রাস্তা অবরোধ

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া :- বাইক দুর্ঘটনা’কে কেন্দ্র করে দুই পক্ষের মারমুখী সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক শিশু জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আধা সামরিক বাহিনী। ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে পথ অবরোধ করে আন্দোলনে শামিল হয় তীর্থমুখ এলাকার বিক্ষুব্ধ জনজাতিরা।
ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বিকেলে করবুক মহকুমার নিউ গোমতী এডিসি ভিলেজের গরোয়িংনাঙ পাড়া ব্রু শরনার্থী পুনর্বাসন কেন্দ্রের দুই যুবক তীর্থমুখ এলাকায় ঘুরতে যায়। সন্ধ্যা নাগাদ ওই দুই যুবক মদমত্ত হয়ে বাইক নিয়ে গরোয়িংনাঙ পাড়ায় ফেরার পথে পাঁচ বছরের বাচ্চা শিশুর গায়ে বাইক তুলে দেয়। এত করে শিশুটি গুরুত্বর ভাবে আহত হয়। এলাকাবাসীরা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে মদমত্ত দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দেয়। এই খবর পেয়ে গরোয়িংনাঙ পাড়া ব্রু শরনার্থী পুনর্বাসন কেন্দ্র থেকে একদল নারী পুরুষ তীর্থমুখে ছুটে যায়। হঠাৎ করে তারা একত্রিত হয়ে তীর্থমুখ বাজারে আক্রমণ চালায়। এমনকি ধারালো অস্ত্র নিয়ে মানুষের বাড়ি-ঘরে আক্রমণ চালানোর পাশাপাশি বাজারে থাকা বেশ কয়েকটি বাইক ভাঙচুর করে আক্রমণকারীরা। মুহূর্তের মধ্যেই তীর্থমুখ বাজারের পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ টিএসআর ও আধা সামরিক বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ব্রু শরণার্থী ক্যাম্পের আক্রমণকারীরা এতটাই হিংস্র ছিল যে তারা পুলিশের উপরও আক্রমণ করার জন্য উদ্যত হয়ে ওঠে। আক্রমণকারীদের বুঝিয়ে সোজিয়ে গরোয়িংনাঙ পাড়া ব্রু শরনার্থী পুনর্বাসন কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যেতে পুলিশকে বেশ কাল ঘাম ঝরাতে হয়েছে। এদিকে বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত পাঁচ বছরের শিশু যোগেশ রিয়াং কে নূতনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল স্থানান্তরিত করে দেওয়া হয়। অপরদিকে মদমত্ত দুই বাইক চালক নালানিয়া রাই রিয়াং (২২) ও এলটুন চার্কি রিয়াং(২২) তীর্থমুখ বাসীর হাতে উত্তম মধ্যম খেয়ে বর্তমানে নূতন বাজার হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও ব্রু শরণার্থী ক্যাম্পের আক্রমণকারীদের আক্রমণে তীর্থমুখ এলাকার আরো দুইজন আহত হয়েছে।
এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রু পুনর্বাসন কেন্দ্র উচ্ছেদ সহ বেশ কিছু দাবি জানিয়ে শনিবার সকাল থেকে যতনবাড়ী থেকে র‌ইস্যাবাড়ী যাতায়াতের প্রধান সড়কে তীর্থমুখ এলাকায় পথ অবরোধে শামিল হয় এলাকার বিক্ষুব্ধ জনগণ। যার ফলে রাস্তার দু’ধারে আটকে পড়ে বহু যানবাহন। পথ অবরোধে শামিল আন্দোলনকারীরা দাবি জানান শুক্রবার রাতে তীর্থমুখ বাজার এলাকায় হামলাকারীদের অবিলম্বে চিন্তিত করে গ্রেফতার করতে হবে, আক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি সহযোগিতা প্রদান করতে হবে, অভিলম্বে নিউ গোমতী এডিসি ভিলেজ এলাকা থেকে ব্রু পুর্বাসন কেন্দ্রটি উচ্ছেদ করতে হবে, যতদিন না ব্রু পুনর্বাসন কেন্দ্রটি উচ্ছেদ হচ্ছে ততদিন ওই এলাকার নিরাপত্তার প্রশ্নে দুটি পুলিশ ফাঁড়ি দেওয়ার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেয় তীর্থমুখ এলাকার জনজাতিরা।

You may also like

Leave a Comment