Home » রাজ্য পুলিশ আসাম পুলিশের সহায়তা নিয়ে ২০২০ থেকে পলাতক চোরকে শিলচর থেকে গ্রেফতার করে নিয়ে আসলো ধর্মনগর থানায়।

রাজ্য পুলিশ আসাম পুলিশের সহায়তা নিয়ে ২০২০ থেকে পলাতক চোরকে শিলচর থেকে গ্রেফতার করে নিয়ে আসলো ধর্মনগর থানায়।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
২০২০ থেকে একের পর এক চুরির ব্যাপারে উত্তর জেলা ত্রাস সৃষ্টিকারী চোর বিপ্লব দাস কে মঙ্গলবার ধর্মনগর থানার পুলিশ শিলচর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসলো। ঘটনার বিবরনে জানা যায় ২০২০ সালে পানিসাগর থানাধীন এক চুরির মামলায় বিপ্লব দাস বাড়ি ধর্মনগর থানাধীন কামেশ্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সঙ্গেই, তাকে গ্রেফতার করেছিল পানিসাগর থানার পুলিশ। কিন্তু তখন তার কভিড ধরা পড়ায় পানিসাগর কভিড সেন্টারে তাকে ভর্তি করা হয়েছিল। সেই কোভিড কেয়ার সেন্টার থেকে সুযোগের সদ ব্যবহার করে সে পলায়ন করেছিল। তারপর থেকে বিপ্লব দাস কে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান তারপর থেকে বিভিন্ন চুরি কান্ডে তার নাম বেরিয়ে আসছিল। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না গ্রেফতার করার জন্য। অবশেষে পুলিশের কাছে খবর আসে বিপ্লব দাস চুরি কান্ড সংগঠিত করে এবং চুরির জিনিস সাপ্লাই করে শিলচরে বেশ ভালোই দিন কাটাচ্ছে। ত্রিপুরা পুলিশ ের গোপন সূত্রের ভিত্তিতে ভোর চারটায় ধর্মনগর থানা থেকে সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহার নেতৃত্বে এক পুলিশ দল শিলচরের শ্রীকোনাতে যায় এবং আসাম পেট্রোল পুলিশের সহায়তায় তার খবর পায়। রাজ্য পুলিশকে দেখে বিপ্লব দাস পুকুরের জলে ঝাঁপ দেয় সাথে সাথে সাব-ইন্সপেক্টর বিশ্বাস সাহা চোরকে ধরতে জলে ঝাঁপ দিয়ে এবং জল থেকে বিপ্লবকে তুলে নিয়ে আসে। রাজ্য পুলিশের এর সাফল্যো আসাম পুলিশর চোখ ছানা বড়া হয়ে যায়। উল্লেখ্য পুলিশ সুপার জানান বিপ্লব দাস প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার উত্তর জেলায় এসে বিভিন্ন চুরি কান্ড সংগঠিত করে আবার শিলচর চলে যেত। এখন বিপ্লবকে কারা কারা এই চুরি কাণ্ডে সহায়তা করত জিজ্ঞাসা বাদে সকলের নাম বেরিয়ে আসবে বলে পুলিশের অভিমত।

You may also like

Leave a Comment