112
প্রতিনিধি, উদয়পুর :-
গোপন সংবাদের ভিত্তিতে আবারো আর কে পুর থানার বিশাল সাফল্য নেশা বিরোধী অভিযানে। অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার টাকার বিলেতে মদ উদ্ধার সঙ্গে গ্রেফতারের দুজন। সংবাদে জানা যায় , দীর্ঘদিন ধরে মাতাবাড়ি মধ্যপাড়া এলাকায় বিলেতি মদের রমরমা ব্যবসা চলছে। এই অভিযোগ একাধিকবার আর কেপুর থানায় আসার ফলে রবিবার অভিযান চালায় আর কেপুর থানার এএসআই বিষ্ণু পাল এবং অর্জুন মজুমদার। অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার টাকার উপরে বিলেতি মদ উদ্ধার করে, পাশাপাশি এই অভিযানে দুজন নেশা বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই অভিযান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কেপুর থানার এএসআই অর্জুন মজুমদার জানান এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।