Home » সন্ধ্যা রাতে এক মদ মত্ত গাড়িচালকের তান্ডবে ত্রাসের সৃষ্টি হয় খোয়াই শহরে

সন্ধ্যা রাতে এক মদ মত্ত গাড়িচালকের তান্ডবে ত্রাসের সৃষ্টি হয় খোয়াই শহরে

by admin

রবিবার সন্ধ্যা রাতে এক মদ মত্ত গাড়িচালকের তান্ডবে ত্রাসের সৃষ্টি হয় খোয়াই শহরে, বর্তমানে উক্ত গাড়ি চালক ও তার একসঙ্গি খোয়াই পুলিশের হেফাজতে, সংবাদ সূত্রে প্রকাশ রবিবার সন্ধ্যায় খোয়াই শহরের রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় একটি মোড়ে বাক নিতে গিয়ে টি আর ০১ এন ১৭৭৫ নম্বরের একটি বোলেরো মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক সবজি দোকানে ঢুকে পড়ে। তাতে সবজি দোকানের মালিক ধনী সেন, তার স্ত্রী বিউটিসেন ও ৬ বছরের এক শিশুকন্যা সহ এক ক্রেতা আহত হয়। ঘটনায় গাড়িচালকের ও মাথা ফেটে যায়। পরে উত্তেজিত জনতা গাড়িসহ গাড়ি চালককে আটক করে সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। এদিকে ঘটনাস্থলে পুলিশ আসার পর উক্ত মদমত্ত গাড়ির চালক এক কনস্টেবল এর বুকের কলার ধরে তাকে শারীরিকভাবে নিগৃহিত করে। শেষে আরো পুলিশ কর্মী ছুটে এসে উক্ত গাড়িচালক এবং তার সঙ্গীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে মেডিকেলের উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে উক্ত গাড়ি চালক ও তার সঙ্গী উন্মত্ত আচরণ শুরু করে এবং স্বাস্থ্যকর্মী ও পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু করে। শেষে মেডিকেল ছাড়াই উক্ত গাড়ি র চালককে থানায় নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যা রাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে খোয়াই বাসির মধ্যে।

You may also like

Leave a Comment