প্রতিনিধি, বিশালগড় , 30 নভেম্বর ।। জনসম্পর্ক অভিযানে জোর দিয়েছে বিজেপি। মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সরকারি প্রকল্প বিষয়ে সচেতন করার কাজ চলছে। ঘরে ঘরে বিজেপি অভিযানের পাশাপাশি বিভিন্ন মোর্চা পৃথকভাবে কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তপশিলি জাতি মোর্চার উদ্যোগে শুরু হয়েছে বস্তি সম্পর্ক অভিযান। মঙ্গলবার চড়িলাম মন্ডলে বস্তি সম্পর্ক অভিযান সংগঠিত হয়। এদিন দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের করুইমুড়া গ্রামে বস্তি সম্পর্ক অভিযানে অংশ নেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। এছাড়া ছিলেন বিজেপি চড়িলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, এসসি মোর্চার মন্ডল সভাপতি রাজেশ দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রাখি দাস কর, এসি মোর্চার জেলা সভাপতি রাজেশ দাস। এছাড়া এদিন এসসি মোর্চার উদ্যোগে দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম স্কুলের হল ঘরে ৩০ জন নাগরিককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাদের শুভেচ্ছা স্মারক, উত্তরীয় এবং ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন বলেন সমাজের অন্তিম ব্যাক্তির কাছে পৌঁছে গিয়েছে সরকার। সমাজের সকল স্তরের মানুষ উপকৃত হয়েছে। একসময় পার্টি অফিস থেকে সরকার চলতো। আর এখন সরকার চলে মানুষের কথায়। এই সরকার জনতার সরকার। আপনার গ্রাম এবং সমাজের কল্যাণে কী কী করা দরকার আপনারাই পরামর্শ দেবেন। সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজ করতে হবে। শান্তি থাকলে উন্নতি সম্ভব। একসময় খুন সন্ত্রাস রাজনীতির অঙ্গ ছিল। কিন্তু আজ ভয়ের পরিবেশ নেই। মানুষ মন খুলে কথা বলতে পারে। শান্তি এবং উন্নতি দুটোই সম্ভব হয়েছে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে ব
115