Home » বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে মিছিল ও ডেপুটেশন

বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে মিছিল ও ডেপুটেশন

by admin

উদয়পুর প্রতিনিধি

পেট্রোল,ডিজেল এবং গ্যাসের অস্বাভাবিক মূল্য বূদ্ধি বন্ধ করা, গোমতী জেলার সমস্ত রাস্তা গুলো মেরামত করা,৬০ বছরের উপর যে সমস্ত যানবাহন চালকেরা রয়েছেন তাদের সকলকে সরকারি ভাতা ও চিকিৎসার ব্যবস্থা করা সহ বুধবার গোমতী জেলার সদর উদয়পুর মহকুমায় এিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের গোমতী জেলা কমিটির পক্ষ থেকে ১৪ দফা দাবিতে গোমতী জেলার পরিবহন আধিকারিক সুমিত্রা দেবনাথের নিকট পাঁচ জনের এক প্রতিনিধি দল দাবি সনদ তুলে দেন। প্রথমে মিছিল টি পুরানো মোটরস্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবহন অফিসে সামনে গিয়ে শেষ হয় । সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলার নেতা দিলীপ দত্ত। তিনি বলেন , পরিবহন শিল্পের রোড ট্রেক্স,বিমার প্রিমিয়াম, ফিটনেস ফি বৃদ্ধি বন্ধ করা, শ্রমিক স্বার্থ বিরোধী ধারা বাতিল করা দাবি তুলে ধরেন। মিছিলে উপস্থিত ছিলেন , গোমতী জেলার সি আই টি ইউ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মাধব সাহা, নিতাই বিশ্বাস, নিখিল দাস সহ জেলার নেতা কর্মীরা।

You may also like

Leave a Comment