Home » ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জনজাতি যুবকের মৃত্যু

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জনজাতি যুবকের মৃত্যু

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জনজাতি যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায়।কৈলাসহর কুমারঘাট জাতীয় সড়কের কাউলিকুড়া এলাকায় সোমবার সকাল আনুমানিক ১১টা নাগাদ ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা।একটি বাইক ও জেসিবি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক চালক জ্ঞান রঞ্জন চাকমার (৩৫)।এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকের আরোহী অরুপ চাকমা।দুজন-ই স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত এবং একজন এনজিও কর্মী হিসেবে কাজ করতেন। উভয়েরই বাড়ি পেচারথল থানাধীন উপলছড়া এলাকায়।জানা গেছে, ঊনকোটি জেলা হাসপাতালে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির একটি অনুষ্ঠানে যোগ দিতে পেচারথল থেকে বাইকে করে কৈলাসহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন
দুই এনজিও কর্মী।কাউলিকুড়া এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি জেসিবি হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে রাস্তার বাদিক থেকে ডান পাশে মোড় নেওয়ার চেষ্টা করলে বাইকটি সোজাসুজি জেসিবির পেছনে ধাক্কা লাগে।তীব্র সংঘর্ষে বাইকের দুজন আরোহী ছিটকে পড়ে পিচঢালা রাস্তায়।স্থানীয় জনগণ তড়িঘড়ি করে দুজনকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জ্ঞান রঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন এবং আহত অরুপ চাকমার চিকিৎসা শুরু করেন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছায় এবং ঘাতক জেসিবি গাড়ি সহ চালক প্রজেস সিনহাকে (২৩) আটক করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

You may also like

Leave a Comment