35
- ধর্মনগর ।। ২৯ নভেম্বর।। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে ঘটা করে উদ্ধোধন হওয়া সিটি স্ক্যানের বেহাল দশা বর্তমান চিকিৎসক মুখ্যমন্ত্রীর শাসনে।বিগত একমাস যাবৎ সিটি স্ক্যানের প্লেইট(ফিল্ম) না পেয়ে হয়রানির শিকার রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর স্হীত জেলা হাসপাতালে।জানা গেছে,চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জেলা হাসপাতালের সিটি স্ক্যানের ভেন্ডার পায় কলকাতার সঞ্জীবনী নামক সংস্থা।যা ঘটা করে শুভ উদ্ভোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।কিন্তু বিগত একমাস যাবৎ জেলা হাসপাতালের সিটি স্ক্যানের প্লেইট(ফিল্ম)দেওয়া হচ্ছে না রোগীদের।বিল না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য সিটি স্ক্যানের প্লেইট বন্ধের একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।এবিষয়ে সঞ্জীবনী সংস্থার কর্মী জানান,প্রায় একমাস যাবৎ তাঁরা আশঙ্কাজনক রোগীদের সিটি স্ক্যানের প্লেইট দিচ্ছেন।আবার অনেককে প্লেইট না দিয়ে মোবাইলে ছবি দিয়ে দিচ্ছেন।আর যাদের প্লেইটের প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে না। তিনি জানান, শুরু থেকে এখন পর্যন্ত পর্যন্ত কোন বিল পাননি।কয়েক কোটি টাকা বিল আটকে গেছে। এবিষয়ে মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ভাষ্কর দাস জানান, কয়েকদিন পূর্বে জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসারের তরফে ঘটনাটি জানতে পেরে তিনি সঞ্জীবনী সংস্থাকে একটি চিঠি দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত চিঠির কোন উত্তর তাঁরা দেয়নি।তবে জেলা হাসপাতালের অনুমতি ছাড়া বিজ্ঞপ্তি জারি সহ প্লেইট দেওয়া বন্ধ করে দেওয়া সম্পূর্ণ বেআইনি বলে তিনি জানান।এবিষয়ে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলে জানান।