179
ধর্মনগর প্রতিনিধি। হেলাল উদ্দিন বয়স ত্রিশ বছর পিতার নাম বাবুল মিয়া বাড়ি ভাগ্যপুর তাকে ২ কেইস ব্রাউন সহ আটক করা হয়। তাকে আটক করা হয় সোনারুবাসা বন বাড়ি এলাকা থেকে। বাইকে সিটের নিচে এই দুই কেস ব্রাউন সুগার ছিল বলে জানা গেছে। যে বাইকটি আটক করা হয়েছে তার নাম্বার টি আর০২ সি ৭৩ ৮৩। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে ধর্মনগর থানার সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা জানিয়েছেন। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রিজু করা হয়েছে।