Home » বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি গ্রেপ্তার

বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি গ্রেপ্তার

by admin

প্রতিনিধি, বিশালগড় , ।। অবশেষে পুলিশের জালে বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি আয়ুব খান। গভীর রাতে অভিযান চালিয়ে এক কুখ্যাত নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। শনিবার শেষ রাতে নোয়াপাড়া-৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব খান (৪০) এর বাড়িতে তল্লাশি চালায় বিশালগড় থানার পুলিশ। তল্লাশি অভিযানে হেরোইন উদ্ধার করে পুলিশ। একটি সাবানের কেসে স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে ভরে হেরোইন মজুত রাখা ছিল । হেরোইনের ওজন ৩৫ গ্রাম। বিশালগড় ধৃতের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে। মামলা নং- ০৫/২০২৪।
এনডিপিএস আইনের ইউ/এস-২২(বি)/২৫/২৯ ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। পুলিশের কাছে খবর ছিল দীর্ঘদিন ধরে নেশা কারবার চালাচ্ছে আয়ুব খান। তক্কে তক্কে ছিল পুলিশ। অবশেষে শনিবার রাতের অভিযানে সফলতা পায় পুলিশ।

You may also like

Leave a Comment