122
প্রতিনিধি, বিশালগড় , ।। অবশেষে পুলিশের জালে বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি আয়ুব খান। গভীর রাতে অভিযান চালিয়ে এক কুখ্যাত নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। শনিবার শেষ রাতে নোয়াপাড়া-৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব খান (৪০) এর বাড়িতে তল্লাশি চালায় বিশালগড় থানার পুলিশ। তল্লাশি অভিযানে হেরোইন উদ্ধার করে পুলিশ। একটি সাবানের কেসে স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে ভরে হেরোইন মজুত রাখা ছিল । হেরোইনের ওজন ৩৫ গ্রাম। বিশালগড় ধৃতের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে। মামলা নং- ০৫/২০২৪।
এনডিপিএস আইনের ইউ/এস-২২(বি)/২৫/২৯ ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। পুলিশের কাছে খবর ছিল দীর্ঘদিন ধরে নেশা কারবার চালাচ্ছে আয়ুব খান। তক্কে তক্কে ছিল পুলিশ। অবশেষে শনিবার রাতের অভিযানে সফলতা পায় পুলিশ।