ধর্মনগর প্রতিনিধি, :—- ধর্মনগর থেকে শিলচরগামী আন্তঃরাজ্য বাস থেকে পাঁচ যাত্রী সহ গাঁজা আটক চুরাইবাড়িতে।বেশ কিছু দিন যাবৎ যাত্রী সেজে গাঁজা পাচার বন্ধ থাকার পর ফের আজ মঙ্গলবার বিকেলে ধরা পড়লো বিহারের পাঁচ পাচারকারী যাত্রী। জানা যায়,আজ মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ধর্মনগর থেকে শিলচরগামী AS11BC-0462 নম্বরের একটি বাস ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি থানার সন্মুখে আসতেই ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। তখন গাড়িতে থাকা বিহারের পাঁচ যাত্রীর শরীরে থাকা ছোট ছোট বিভিন্ন আকারের পেকেট জব্দ করা হয়।আটক সাত কেজি গাঁজার কালোবাজারি মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানান ওসি।
এদিকে,ধৃত পাঁচ জনের মধ্যে একজন মহিলা যার নাম শিবানী রানী(২৪),অপর চার জন পুরুষের নাম ভুল্লু শিং (২৮)(পিতা দেবেন শিং),অমর নাথ(৩৫)(পিতা দূর্গা পাশোয়া),সত্যরঞ্জন গইন(৪৩)(পিতা ঈশ্বর শুভঙ্কর গইন) ও ভুল্লু কুমার (২৯)(পিতা নিবোরা রাই) প্রমূখ। ধৃতদের সকলের বাড়ি বিহারের বৈশালী জেলায়। ধৃতদের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস আইনে একটি মামলা রুজু করেছে এবং রাতেই মহিলাকে ধর্মনগর মহিলা থানায় প্রেরণ করা হয়। অপরদিকে ধৃত চার পুরুষ পাচারকারীকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।
ধর্মনগর থেকে শিলচরগামী আন্তঃরাজ্য বাস থেকে পাঁচ যাত্রী সহ গাঁজা আটক চুরাইবাড়িতে
78