প্রতিনিধি কমলাসাগর :-প্রতিনিয়ত রাজ্যের মধ্যে তাপমাত্রা বেরিয়ে চলেছে, গরমে নাজেহাল রাজ্যবাসী। সকাল থেকে রাত অব্দি গরমে রাজ্যের জনগণ নাজেহাল অবস্থা তারমধ্যে অনেক মানুষ শারীরিক অসুস্থতা বোধ করছে তা একমাত্র দেখা যাচ্ছে হাসপাতালে চত্বরে। হাসপাতালে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। এই গরম থেকে পথ চলতি মানুষদের তৃষ্ণা মেটাতে রাজ্যের বিভিন্ন স্থানে যুব মোর্চার উদ্যোগে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। তার এই অঙ্গ হিসেবে
কমলাসাগর যুব মোর্চার উদ্যোগে মধুপুর বাজারে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করেন। প্রখর রৌদ্র ও দাবদাহ গরমের মধ্যে পথ চলতি মানুষ সহ সাধারণ মানুষ যখন গরমে অতিষ্ঠ। তারই মধ্যে কমলাসাগর যুব মোর্চার কার্যকর্তাগণ পথ চলতি মানুষদের শরবত ও ঠান্ডা পানীয় জল পান করার মধ্যে দিয়ে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পখর গরমে কাজের সন্ধানে ও নিত্যদিনের কাজকর্ম করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যস্থলে আসা যাওয়া করছে। দাবদহ গরম কেও উপেক্ষা করে মানুষ নিজেদের নিত্যদিনের কাজকর্ম অব্যাহত রাখছে। তাই কমলাসাগর যুব মোর্চা পথ চলতি মানুষদের শরবত ও ঠান্ডা পানীয় জলের গরম থেকে মাধ্যমে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা। পানীয় জল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলার জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক বিকাশ সাহা উপস্থিত ছিলেন কমলাসাগর মন্ডল যুব মোর্চার সদস্য বিজয় দাস ও বাপন পাল, সহ কমলাসাগর যুব মোর্চার কার্যকরতাগণ।
পথ চলতি মানুষদের তৃষ্ণা মেটাতে কমলাসাগর যুব মোর্চা উদ্যোগে জলছত্র
167
previous post