প্রতিনিধি, উদয়পুর :-উদয়পুর পৌর পরিষদ এলাকায় পানীয় জলের তীব্র অভাব দেখা দিয়েছে। এর ফলে বিপাকে পড়েছে নাগরিকরা । পানীয় জলের জন্য তীব্র সংকটের কথা জানতে পেরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের পানীয় জল দপ্তরের ইসিকে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখার জন্য । রবিবার সরকারি ছুটির দিনে ইসি থেকে শুরু করে পানীয় জল দপ্তরের এসডিও থেকে শুরু করে জুনিয়ার ইঞ্জিনিয়ার সকলে রবিবার উদয়পুর শহরের বিভিন্ন পৌর এলাকায় গিয়ে পানীয় জলের সমস্যানিয়ে নাগরিকদের সাথে কথা বলেন এবং জানার চেষ্টা করেন। এরমধ্যে অমর সাগর পশ্চিম পাড় , জগন্নাথ দিঘী পশ্চিম পাড় , ছনবন , মধ্যপাড়া ও উদয়পুর শহরের আরো বিভিন্ন এলাকায় এই ধরনের সমস্যা ফুটে ওঠে তাদের সামনে । পরবর্তী সময় পৌর চেয়ারম্যানের সাথে জরুরী বৈঠকে বসে পানীয় জল দপ্তরের উদয়পুরের আধিকারিকরা । পরে দপ্তরের আধিকারিকরা সংবাদ মাধ্যমকে জানান , আগামী কিছুদিনের মধ্যে সমস্যা সমাধানের জন্য তারা সচেষ্ট ভূমিকা গ্রহণ করবে এবং আগামী ডিসেম্বর মাসে গোটা উদয়পুর শহরে পৌর এলাকায় সমস্ত নাগরিকের বাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থাকবে বলে আশ্বাস প্রদান করেন পানীয় জল দপ্তরের উদয়পুরের এসডিও । এখন দেখার কতটুকু পানীয় জল দিতে পারে উদয়পুরের পানীয় জল দপ্তর সেদিকে তাকিয়ে রয়েছে গোটা শহরবাসী ।
112
previous post