প্রতিনিধি, উদয়পুর :-প্রতিবছর ভারী বর্ষায় উদয়পুর পৌর পরিষদ এলাকার বিভিন্ন ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ে পুরবাসী। এর ফলে চলাচলের সমস্যায় পড়তে হয় নাগরিকদের । এবার পৌর বাসীদের কথা মাথায় রেখে বৈশাখের কাঠফাটা রৌদ্রে জল নিষ্কাশনের জন্য এখন থেকেই ড্রেন সাফাই করে নিচ্ছে উদয়পুর পৌর পরিষদ । রবিবার ছুটির দিনে তীব্র গরমকে উপেক্ষা করে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার নিজে উপস্থিত থেকে ড্রজার লাগিয়ে জাতীয় সড়ক সংলগ্ন ড্রেনে সমস্ত ময়লা আবর্জনা তুলে নেওয়া হচ্ছে। এর ফলে বর্ষাকালে জল জমার কোন ধরনের আশঙ্কা নেই বলে জানান পৌরও চেয়ারম্যান। তিনি আরো জানান , শহরবাসীকে বৃষ্টির বর্ষার জলে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেইজন্য গোটা এলাকায় ড্রেনের সিস্টেমকে বর্তমান সময়ে সাফাই অভিযানের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে। উদয়পুর পৌর পরিষদের এই ধরনের উদ্যোগকে এইদিন সাধুবাদ জানান শহরবাসী । যা বিগত দিনে কখনো এই উদ্যোগ দেখতে পায়নি নাগরিকরা । বর্তমানে রাজ্য সরকার রাজ্যের সাধারণ মানুষকে সুষ্ঠ প্রশাসন এবং উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে যে কাজ করে চলেছে তাতে করে রাজ্যের উন্নতি দ্রুতগতিতে বাড়ছে বলে মনে করছে উদয়পুরের শিক্ষিত মহল ।
145
previous post