প্রতিনিধি কমলাসাগর :-
দেশের এমন অনেক জোয়ান রয়েছেন যারা দেশের জন্য নিজেকে আত্ম বলিদান দিয়েছেন। যাদেরকে গোটা দেশের মানুষ আজও শ্রদ্ধার সহিত স্মরণ করে থাকে। ঠিক একইভাবে কমলা সাগর বিধানসভার পশ্চিম গকুলনগর এলাকার ভারত সরকারের এস এস বিতে কর্মরত ছিলেন অর্জুন দাস। গত ২০০২ সালে জম্মু-কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় বীর জওয়ান অর্জুন দাস উগ্রপন্থীদের সাথে লড়াইয়ের সময় শহীদ হন। এস এস বির পক্ষ থেকে শহীদ বীর জোয়ান অর্জুন দাসের ছেলে অলকেশ দাসকে সরকারি চাকরি ও প্রদান করে শুধু তাই নয় অর্জুন দাস শহীদ হওয়ার পর থেকে দপ্তরের পক্ষ থেকে শহীদের পরিবারের সাথে সব সময় যোগাযোগ রাখা হয়েছে। আজ এত বছর পর এস এস বির পক্ষ থেকে শহীদ অর্জুন দাস এর পরিবারকে ভারত সরকারের দ্বারা বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার পশ্চিম গকুলনগর এসবি স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদের পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শহীদের স্ত্রী সুচিত্রা দাসের হাতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা পত্রটি তুলে দেন এস এস বির এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলা সাগরের বিধায়িকা অন্তরা দেব সরকার, বিশালগড় থানার পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। দেশের সেবা করতে গিয়ে যিনি নিজের প্রাণ উৎসর্গ করেছেন এর থেকে বড় দেশ সেবার অন্য কিছু হতে পারেনা। ভারতীয় সেনা এবং ভারত সরকার দেশের জন্য শহীদ জোয়ান এবং উনার পরিবারকে দেশ কোনদিনও ভুলে যায় না সারা জীবন শ্রদ্ধার সহিত মনে রাখে তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সরকারিভাবে শহীদের পরিবারকে এই বিশেষ সম্মাননা প্রদান করা।