প্রতিনিধি , উদয়পুর :-
আগামী মার্চ মাসের ২ তারিখ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ৬০ আসনে ফলাফল ঘোষণা করা হবে । ফলাফল ঘোষণা করার আগে নির্বাচন কমিশন থেকে শান্তি বৈঠকের মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি এলাকায় বৈঠক করে যাচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকরা । মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ৩১ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের ১৯ নং ওয়ার্ডের ৪২ নং বুথে ভাঙ্গারপাড় এলাকায় শচীন্দ্র স্মৃতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক শান্তি বৈঠক অনুষ্ঠিত হয় । শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, প্রাক্তন নগর চেয়ারম্যান ও নির্বাচন দপ্তরের আধিকারিক সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও কর্মীরা । এদিনের বৈঠকে ভাষণ রাখতে গিয়ে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বলেন , আগামী ২ তারিখ যে কোন এক রাজনৈতিক দল ক্ষমতায় আসবে । ক্ষমতায় আসার পর কোন ধরনের যাতে অশান্তির বাতাবরণ এলাকায় সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি এলাকায় শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে । একই সাথে বর্তমানে চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা । সেদিকে লক্ষ্য রেখে সমস্ত রাজনৈতিক দলের কর্মী ও নেতৃত্বরা যাতে এলাকার শান্তির পরিবেশ বিরাজ রাখতে পারে তা নজর রাখতে হবে যৌথ উদ্যোগে । গ্রামবাসীদের সহযোগিতা ও প্রশাসনের সহযোগিতা নিয়ে এলাকাকে শান্তি বজায় রাখা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পরে বলে তিনি মনে করিয়ে দেন এলাকাবাসীদেরকে । এদিন সকালে শান্তি বৈঠকে কেন্দ্র করে উদয়পুর ভাঙ্গারপাড় এলাকায় এলাকাবাসীদের উপস্থিতি ছিলো সারা জাগানো ।