80
প্রতিনিধি , উদয়পুর :-
মঙ্গলবার সন্ধ্যা রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে রাস্তার ধার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করলো দমকল কর্মীরা । ঘটনা উদয়পুর শহরে জওহর রোড এলাকায় । জানা গিয়েছে এই অজ্ঞাত পরিচয় এই ব্যক্তি দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা যাবত পড়েছিলো রাস্তার ধারে । এই ঘটনা দেখতে পেয়ে বাজারে আসা সাধারণ নাগরিকরা খবর দেয় উদয়পুর দমকল দপ্তরে । দমকল কর্মীরা এই ঘটনার খবর পেয়ে সন্ধ্যারাতেই ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থলে ছুটে এসে অজ্ঞতা পরিচয় এই ব্যক্তিকে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । সংবাদ লেখা পর্যন্ত এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম অথবা ঠিকানা জানা যায়নি । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় উদয়পুর শহরে ।