
প্রতিনিধি, বিশালগড়, ২৮ ডিসেম্বর।। সবকা সাথ সবকা বিকাশ। এটাই রাজ্যের উন্নয়নের মূল মন্ত্র। অন্তিম ব্যাক্তির কাছে পৌঁছে গিয়েছে সরকার। একসময় কোন পাড়ায় ৫০ পরিবারের বসতি থাকলেও হতো না রাস্তা। আজ নাগরিক স্বার্থে বদলেছে নিয়ম। মাত্র তিন পরিবার বসবাস করেন এমন পাড়ায় রাস্তা হবে, তা কখনো স্বপ্নেও ভাবেননি কেউ। কিন্তু আজ স্বপ্ন নয়, বাস্তব বলছে এটাও সম্ভব। বিশালগড় বিধানসভার মধ্যঘনিয়ামারা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের দাস পাড়া। মাত্র তিনটি পরিবারের বসবাস। বামামলে রাস্তার দাবি করলে বলা হতো হবে হচ্ছে। মিছিল মিটিং এ যাইও। পরিবারগুলো ধরেই নিয়েছিলো হয়তো আর হবে না রাস্তা। কিন্তু বর্তমান সরকারের নজর সমাজের অন্তিম ব্যাক্তি। সাফ নিয়ত সহি বিকাশের ছোঁয়া লেগেছে সেখানে। পাড়ায় নির্মাণ হচ্ছে ইট সলিং রাস্তা। অত্যন্ত খুশি পরিবারগুলো। বুধবার নতুন রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন যুব মোর্চার জেলা সহসভাপতি শান্ত দেবনাথ। তিনি জানান এই রাস্তা হলে পরিবার গুলো ছাড়াও স্থানীয় চাষীরা উপকৃত হবে। দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়েছে বিজেপি সরকার।