ধর্মনগর প্রতিনিধি।
বুধবার পানিসাগরের বিবেকানন্দ মুক্তমঞ্চে উদ্বোধন হলো দুই দিনব্যাপী রোয়া প্রাইমেট ফেস্তিবলের। উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে রাজ্যের বনমন্ত্রী প্রেম কুমার রিয়াঙ, পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস চীফ ওয়াইল্ড লাইফ ওয়াডেন পি এল আগরওয়াল আইএফএস উত্তর জেলার জেলাশাসক ডক্টর নাগেশ কুমার জেলা পুলিশ সুপার কিরণ কুমার বি জেলা ফরেস্ট অধিকারী এবং এস ডি এফ ও প্রমূখ। প্রত্যেকের বক্তব্যের মধ্যে দিয়ে কিভাবে বন্যপ্রাণী পাখি তাদেরকে রক্ষা করা যায় এবং রাজ্যের আদিবাসীদের যে একটা কালচার রয়েছে তার অক্ষের উপর জোর দেওয়া হয়। বিনয়-ভূষণ দাস বলেন পাখিদের উপর আমাদের নজর দেওয়া একান্ত দরকার। তারা না থাকলে আমাদের অর্থাৎ মানুষের অস্তিত্ব বিলীন হয়ে পড়বে। তাই তাদেরকে সুরক্ষার জন্য তাদের মত পরিবেশ সৃষ্টি করতে হবে তবেই তাদেরকে রক্ষা করা সম্ভব হবে। এই উৎসবে রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন কলা কৌশলী নৃত্য পরিবেশন করা হয়। ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিন ব্যাপী এই উৎসব চলবে।
পানিসাগরের বিবেকানন্দ মুক্তমঞ্চে উদ্বোধন হলো রোয়া দুইদিন ব্যাপী প্রিমিট festival এর
106
previous post