প্রতিনিধি, বিশালগড়, ২৮ ডিসেম্বর।। চড়িলাম ব্লকের আমতলী এডিসি ভিলেজের পদ্মনগরে বিজ্ঞান ভিত্তিক শুকুর প্রজনন কেন্দ্র নির্মাণ করা হবে। এতে খরচ হবে দুই কোটি ৭৮ লক্ষ টাকা। বুধবার আধুনিক শুকর ফার্ম এবং বিজ্ঞান ভিত্তিক প্রজনন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন চড়িলাম ব্লকের বিএসি চেয়ারম্যান জাকুলো দেববর্মা, গ্রামোন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিবাকর শীল , এসডিও সমরেন্দ্র দেববর্মা, জুনিয়র ইঞ্জিনিয়ার শংকর দেবনাথ প্রমুখ । উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন বলেন কেন্দ্রীয় সরকার ২ কোটি ৭৮ লক্ষ টাকা দিয়েছে চড়িলাম ব্লকের পদ্মনগরের শুকুরের প্রজনন কেন্দ্রটি স্থাপনের জন্য।এটা রাজ্যের মধ্যে প্রথম শুকরের প্রজনন কেন্দ্র। রাজ্যের অধিকাংশ জনজাতি পরিবার শুকর পালনের ওপর নির্ভরশীল। এই প্রজনন কেন্দ্রের উৎপাদিত শুকরের ছানা সারা রাজ্যে বিতরণ করা যাবে। এই প্রজনন কেন্দ্রে বেকারদের কর্মসংস্থান হবে। এছাড়া এদিন
পদ্মনগর এবং ধারিয়াথল এডিসি ভিলেজে গ্রাম দিবস উদযাপন করা হয়। উপস্থিত উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা । উপমুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন চড়িলাম বিএসি চেয়ারম্যান জাকলু দেববর্মা, সমাজসেবী বিশু দেববর্মা, এলাকার অভিভাবক সূর্য দেববর্মা । ধারিয়াথল ভিলেজের ২৫ জন নাগরিককে সম্মাননা দেওয়া হয়। এছাড়া পদ্মনগর ভিলেজের ১৫ জন নাগরিকের হাতে পিআরটিসি, ৩০ জনের হাতে এস টি সার্টিফিকেট তোলে দেয়া হয়। ২০ জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ভাষণে বলেন জনজাতিদের উন্নতির জন্য সবাই মিলে কাজ করা দরকার। উন্নতির কথা না বলে শুধু থানসার স্লোগান দিয়ে অবাস্তব স্বপ্ন দেখালে হবে না।
পদ্মনগরে বিজ্ঞান ভিত্তিক শুকর প্রজনন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
116
previous post