Home » বিশালগড়ে অটল বক্তৃতা প্রতিযোগিতা

বিশালগড়ে অটল বক্তৃতা প্রতিযোগিতা

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৮ ডিসেম্বর।। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারি বাজেপেয়ীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশালগড়ে অনুষ্ঠিত হয় বক্তৃতা প্রতিযোগিতা। বুধবার বিকালে যুব মোর্চার উদ্যোগে শুভদীপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক, প্রদেশ সাধারণ সম্পাদক রানা ঘোষ, মোর্চার জেলা সভাপতি দীপ্তনু দাস, সাধারণ সম্পাদক প্রীতম সাহা,শ্যামল দেবনাথ প্রমুখ। বক্তৃতা প্রতিযোগিতায় স্থানীয় যুবক যুবতী ছাত্র ছাত্রীরা অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের আট বছর এবং ত্রিপুরা সরকারের চার বছর আট মাস ছিল বক্তৃতা প্রতিযোগিতার বিষয়। সকল প্রতিযোগী গঠন মূলক তথ্য সমৃদ্ধ আলোচনা করেন। উপস্থিত সকলের হাততালি কুড়াতে সক্ষম হয় প্রতিযোগীরা। শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থানাধিকারী আগামী দিনে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবে। রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ভাষণে যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক বলেন আজকের ছাত্র যুব সমাজকে নিয়ে মোদিজী নতুন ভারতের স্বপ্ন দেখেন। আজ উত্তর পূর্ব ভারতের উন্নতি এবং সংস্কৃতি রক্ষায় মোদিজী যে দিশায় কাজ করছে তাতে আমরা সবাই সমৃদ্ধ হচ্ছি। একসময় উত্তর পূর্ব ভারতকে কেউ চিনতেন না। আজ অষ্টলক্ষী হিসাবে সমৃদ্ধশালী উত্তর পূর্ব ভারত নির্মাণ হচ্ছে।

You may also like

Leave a Comment