নতুন বছরের শুরুতেই সাগরদ্বীপে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সেই মেলার প্রস্তুতি দেখতে ৪ জানুয়ারি সাগরে যেতে পারেন তিনি। তাঁর সফরের আগেই মেলা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শেষ করতে চায় প্রশাসন। সফরে এসে দু’দিন গঙ্গাসাগরে থাকতে পারেন তিনি। তাই মেলা আয়োজনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সব দফতরকে তাদের মেলা সংক্রান্ত প্রস্তুতির কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর সফরে গিয়ে প্রস্তুতিতে যেন কোনও খামতি না দেখেন সেই বন্দোবস্ত করতে বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে। যেই কারণে দফায় দফায় বৈঠক করছে জেলা প্রশাসন। সঙ্গে মেলার প্রস্তুতি নিয়ে বারবার খোঁজখবর নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত দফতরের মন্ত্রীরা। পাশাপাশি সাগরে গিয়ে মুখ্যমন্ত্রী যেখানে থাকবেন সেই জনস্বাস্থ্য কারিগরি দফতরের অতিথিশালাও পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শেষ হয়েছে। এই সফরে মমতা কপিলমুনির মন্দিরে পুজোও দিতে পারেন। তাই মন্দির চত্ত্বরের প্রস্তুতিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগরে যাওয়ার আগেই মেলার প্রস্তুতি শেষ করতে চায় প্রশাসন
by admin
written by admin
97