প্রতিনিধি, বিশালগড় , ২৭ নভেম্বর ।। সিপাহীজলা জেলার উন্নয়নমূলক কার্যক্রমের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার সিপাহীজলা জেলা প্রশাসনের কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান। বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহ-সভাধিপতি পিন্টু আইচ, তপশিলি জাতি কল্যাণ অধিকর্তা জয়ন্ত দে, নলছড়ের বিধায়ক কিশোর বর্মন, কমলাসাগরের বিধিয়িকা অন্তরা সরকার দেব, ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ, বস্কনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন সহ প্রাণিসম্পদ ও পশুপালন দপ্তরের অধিকর্তা ছাড়াও সিপাহীজলা জেলা ট্রাইভেল ওয়েলফেয়ারের অধিকারীক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা । এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড়, সোনামুড়া, জম্পুইজলা মহকুমা শাসক, সাতটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক । কেন্দ্রীয় এবং রাজ্যে সরকারের প্রকল্প গুলো দ্রুত বাস্তবায়ন সহ গুনগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী সুধাংশু দাস। তিন মাস অন্তর পর্যালোচনা বৈঠক করার পরামর্শ দেন তিনি। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্যচাষীদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ দেয়া হয়।
17
previous post