Home » পেকুয়ারজলা ক্রিকেট টুর্নামেন্টে সেরা জ্যোৎস্না ডেকুরেটর

পেকুয়ারজলা ক্রিকেট টুর্নামেন্টে সেরা জ্যোৎস্না ডেকুরেটর

by admin
  • প্রতিনিধি, বিশালগড় :- গোলাঘাটি বিধানসভার পেকুয়ারজলা দ্বাদশ শ্রেণি মাঠে আয়োজিত নক আউট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে জ্যোৎস্না ডেকুরেটর। শনিবার ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ রাম মানিক পাড়াকে ৩৯ রানে হারিয়ে দেয় জ্যোৎস্না ডেকুরেটর। শনিবার গোলাঘাটির পেকুয়ারজলা স্কুল মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক মানব দেববর্মা, প্রাক্তন বিধায়ক তথা জম্পুইজলা বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা, সমাজসেবক মৌসুমি দাস, গৌরাঙ্গ ভৌমিক, প্রদীপ ভৌমিক প্রমুখ। নেশা মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলার মাঠে টেনে আনার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজীব ভট্টাচার্যের বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী ব্যাট করে ম্যাচের উদ্বোধন করেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ১৭১ রান করে জ্যোৎস্না ডেকুরেটর। দলের পক্ষে সুমন এবং ইন্দ্রজিৎ অর্ধশত রান করে। জবাবে খেলতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ১৩২ রান করতে সক্ষম হয় রাম মানিক পাড়া। দলের পক্ষে দেবব্রত ২৩ সর্বানন্দ ২৬ রান করে। শেষে চ্যাম্পিয়ন টিমকে ট্রফি এবং ৩০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন অতিথিরা। রানার্স টিমকে ট্রফি এবং প্রাইজমানি ১৫ হাজার টাকা প্রদান করা হয়। ফাইনাল ম্যাচে আম্পায়ারিং করেন প্রার্থ শর্মা এবং আশিস দে। নবশান্তিগঞ্জ স্পোর্টস ক্লাব আয়োজিত টুর্নামেন্ট পরিচালনা করেন অধ্যাপক সাধন দাস। টুর্নামেন্টে ৩২ টি দল অংশ নেয়। বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা জানান প্রতি বছর এ টুর্নামেন্ট হচ্ছে। খেলাধুলার প্রতি যুবকদের আগ্রহ বাড়াতে কাজ করছে সরকার। নেশা মুক্ত সমাজ গঠনের লক্ষ্য যুব সমাজকে খেলার মাঠে যে কোন খেলায় যুক্ত করতে হবে। বিধায়ক মানব দেববর্মা বলেন তিনি নিজেও ক্রিকেট ফুটবল খেলতেন। এলাকায় খেলাধুলার ক্ষেত্রে যুবকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

You may also like

Leave a Comment