প্রতিনিধি, উদয়পুর :-মাছের পুকুর কচুরিপানায় পরিণত । এই ঘটনা উদয়পুর শহরে তথা অমর সাগর পশ্চিম পাড় এলাকায় মৎস্য তত্ত্বাবধায়কের কার্যালয়ের অধীনে থাকা পাঁচ থেকে সাতটি পুকুর সংস্কারের অভাবে বর্তমানে কচুরিপানা এবং জঙ্গলে পরিণত হয়েছে । বন্ধ হয়ে গিয়েছে মাছ চাষ । মৎস্য দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকরা কোন ধরনের উদ্যোগ গ্রহণ করে মাছ চাষ করার জন্য এগিয়ে না আসার ফলে বর্তমানে বিভিন্ন গাছ-গাছালি কচুরিপানায় পরিণত হয়েছে । বাজারে প্রতিদিন চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ । অমর সাগর পশ্চিম পাড় এলাকার স্থায়ী বাসিন্দারা দাবি তুলছে যদি মৎস্য দপ্তর থেকে সরকারিভাবে মাছ চাষ করে বিক্রি করা হতো তাহলে জনগণ সরকারি দামে খুব সহসায় মাছ ক্রয় করে নিয়ে আসতে পারতো। কিন্তু মৎস্য দপ্তরের কোন ধরনের মাছ চাষ না করার ফলে দিনের পর দিন একদিকে যেমন পুকুর ধ্বংস হচ্ছে অন্যদিকে অমর সাগরের সুস্বাদু মাছ খাবার থেকে বঞ্চিত হচ্ছে জনগণ । রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাসের কাছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জনগণ আবেদন জানান মন্ত্রী যেন উদয়পুর অমর সাগর পশ্চিম পাড় এলাকায় সফর করে এদিকে গুলিকে আবারও তার আগের রূপে যেন ফিরিয়ে নিয়ে আসে তার আবেদন জানান এলাকাবাসীরা । সেই সাথে রাজ অন্য আমলের এই বিধি গুলি বর্তমানে জঙ্গলে পরিণত হয়ে রয়েছে । মৎস্য দপ্তর থেকে কোন ধরনের সাফাই করার উদ্যোগ গ্রহণ না করার ফলে একদিকে যেমন এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে অন্যদিকে দিঘীতে মাছ চাষ না করার ফলে বঞ্চিত হচ্ছে সরকারি দামে বিক্রি হওয়া বিভিন্ন প্রজাতির মাছ থেকে সাধারণ মানুষ । এখন দেখার মৎস্য দপ্তর থেকে কি ভূমিকা গ্রহণ করে । ছোট ছোট পুকুর গুলিকে সংস্কারের উদ্যোগ নেয় কিনা দপ্তর ? সেদিকে তাকিয়ে অমর সাগর পশ্চিম পাড় এলাকার সাধারণ জনগণ ।
159
previous post