Home » ব্যস্ত রাস্তায় দিল্লিতে আবার ডাকাতি! বৃদ্ধের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা লুট দুষ্কৃতীদের

ব্যস্ত রাস্তায় দিল্লিতে আবার ডাকাতি! বৃদ্ধের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা লুট দুষ্কৃতীদের

by admin

প্রগতি ময়দানের পর এ বার হর্ষবিহার। দিল্লির ব্যস্ত রাস্তায় আবার ডাকাতির অভিযোগ উঠল। ৭০ বছরের এক বৃদ্ধকে বন্দুক দেখিয়ে এক লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে। সোমবার রাতে হর্ষবিহার এলাকার ঘটনা।পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ৯টায় নিজের দোকান বন্ধ করছিলেন সনসার সিংহ নামে এক বৃদ্ধ। সেই সময় বাইকে করে এসে দুই যুবক তাঁর উপর চড়াও হন। বৃদ্ধের কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুষ্কৃতীরা। সেই সময় বন্দুক বার করেন তাঁরা। তার পরই ওই ব্যাগ ছিনিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। ওই ব্যাগে এক লক্ষ টাকা ছিল বলে দাবি করেছেন বৃদ্ধ।

You may also like

Leave a Comment