
ধর্মনগর প্রতিনিধি।
সদ্য উত্তর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ভানুপদ চক্রবর্তী। যোগদান করেই নেশা বিরোধী অভিযানে নিজেকে অর্পণ করে দিয়েছেন। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার পুলিশ বাহিনী নিয়ে সূত্রের খবর অনুযায়ী অপেক্ষা করছিলেন ধর্মনগর স্টেশনে। শিলচর থেকে যে ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে যাবে সেই ট্রেনে ব্রাউন সুগার নিয়ে একজন উঠবে বলে খবর ছিল। সেই খবর অনুযায়ী সন্ধায় জনক যাত্রীদের তল্লাশি করতে গিয়ে গৌতম চক্রবর্তী তার বাড়ি কুলাই। সে আমবাসা পর্যন্ত এ ট্রেনে করে যাবে বলে ঠিক করে আছে। পুলিশে তল্লাশিতে গৌতম চক্রবর্তী এর ব্যাগ থেকে একটি সাবানের কৌটা উদ্ধার করে পুলিশ। তার মধ্যে চৌদ্দগ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। জেলা পুলিশ সুপার ভান পদ চক্রবর্তী জানান এই ব্রাউন সুগারের বাজার মূল্য লক্ষ্যাধিক টাকা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন ত্রিপুরা পুলিশ জিআরপিএফ আরপিএফ আসাম রাইফেলস বিএসএফ প্রত্যেকে নেশা কারবারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে নেশা কারবার বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র যার যার চেষ্টার ধরনটা আলাদা। অতিসত্বর উত্তর জেলার আরো কিছু নেশা কারবারি পুলিশের জালে ধরা পড়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। রাজ্য সরকার নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে কখনো পিছিয়ে আসবে না।