প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর বিধানসভা এলাকার পৃথক দুটি রাস্তা পাকা করার শিলান্যাস করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার ফলক উন্মোচনের মধ্য দিয়ে দুটি রাস্তার শিলান্যাস করেন তিনি। আশা ব্যক্ত করেন আগামী তিন থেকে চার বছরের মধ্যে মোহনপুর বিধানসভাকে সর্বদিক থেকে সাজিয়ে তোলার কাজ সম্পন্ন করা হবে।
একটানা পাঁচ বার কংগ্রেস দলের বিধায়ক হিসেবে মোহনপুর থেকে নির্বাচিত হয়েছিলেন রতন লাল নাথ। কিন্তু সরকার না থাকার কারণে নিজের ইচ্ছেমতো মোহনপুরে উন্নয়নমূলক কাজ করতে পারেননি। মঙ্গলবার হরিণা খোলা এলাকায় ধর পাড়া থেকে শিলপাড়া যাওয়ার পাকা রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আক্ষেপ করে বলেন মানুষের অনেক দাবি ছিল যে দাবিগুলো তৎকালীন সময় পূরণ করতে পারেনি। বিজেপি দল থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হওয়ার পর বিগত দু বছর করোনার জন্য কোন কাজ করা যায়নি। কিন্তু প্রায় তিন বছরে মোহনপুরে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। মোহনপুরকে ঢেলে সাজাতে গেলে হিসাব করে দেখা হয়েছে প্রায় আরো তিন থেকে চার বছর সময় লাগবে। কারণ বাম আমলে দীর্ঘদিন বঞ্চিত দুইনং মোহনপুর বিধানসভা এলাকা। সেই ঘাটতি পূরণ করতে বর্তমান সরকার একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে মোহনপুর বিধানসভা এলাকায়। যার সুফল ইতিমধ্যে এলাকাবাসী পেতে শুরু করেছে বলে দাবি করলেন মোহনপুরে বিধায়ক তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। হরিনা খোলার ধরপাড়া থেকে শিল পাড়া যাওয়ার রাস্তাটি নির্মাণ কাজে দায়িত্বে রয়েছে পূর্ত দপ্তর। যার ব্যয় ধার্য করা হয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা। আগামী মার্চ মাসের মধ্যে দুটি রাস্তার নির্মাণ কাজ সমাপ্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকেদার।
অন্যদিকে কলাগাছিয়া বাজার থেকে আরা কাটা যাওয়ার রাস্তাটি পাকা করার নির্মাণ কাজের শিলান্যাস করেন শিক্ষামন্ত্রী। এই শিলান্যাসকে কেন্দ্র করে কলাগাছিয়া বাজারেও একটি সভার আয়োজন করা হয়। সভাতে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন এই রাজ্যের মানুষের দীর্ঘদিনের চাহিদা, দাবিগুলো পূরণ করার জন্য কোন ধরনের আন্দোলন, ধর্ণা, রাস্তা অবরোধ করতে হয়নি। সরকার রাজ্যের প্রতিটি মানুষের উন্নয়নের স্বার্থে যা যা করার প্রয়োজন তা নিরলস করে যাচ্ছে। এই রাজ্যের দীর্ঘ বছরের বঞ্চিত চা শ্রমিকদের ভূমির মালিকানা প্রদান, গৃহীনদের পাকা ঘর প্রদান, পানীয় জলের সমস্যা নিরসনে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া থেকে শুরু করে বহু কাজ সরকার তার নির্দিষ্ট সময় সীমার মধ্যে করতে পেরেছে। দুটি শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের মোহনপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিহার দেববর্মা মোহনপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা হরিনাখোলা পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা।