প্রতিনিধি, উদয়পুর :-
গোমতি জেলা বিজেপি এসি মোর্চার উদ্যোগে মঙ্গলবার দুপুর দুইটায় মির্জা স্কুল ময়দানে বিজয় সংকল্প রেলি অনুষ্ঠিত হয় । এই বিজয় সংকল্প রেলিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য । এছাড়া উপস্থিত ছিলেন , বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস , এসি মোর্চার জেলা সভাপতি সহ প্রমূখ । জনসভায় ভাষণ রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন , রাজ্যের জনগণ দ্বিতীয়বার ত্রিপুরায় বিজেপি কে ক্ষমতা আনার জন্য এক মানসিকতা তৈরি করে নিয়েছে । তিনি বলেন গত ১৮ ডিসেম্বর আগারতলা আস্তাবলা ময়দানে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যে মানুষের জনঢল নেমেছে তাতে করে এই রাজ্যে আবারও বিপুল ক্ষমতায নিয়ে সরকার তৈরি করবে বিজেপি তার প্রমাণ দিয়েছে রাজ্যের জনগণ । এদিন প্রদেশ সভাপতি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন জনসভায় আশা সাধারণ মানুষের সামনে । এছাড়া তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে এই কাকরাবন বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটবে । যার প্রমাণ আজকের এই বিজয় সংকল্প রেলি থেকে মানুষের উপস্থিতিতে তা বোঝা যাচ্ছে । এদিন এসসি মোর্চার বিজয় সংকল্প রেলি কে কেন্দ্র করে পার্টির কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো মির্জা স্কুল ময়দানে ব্যাপক সাড়া ।