প্রতিনিধি, উদয়পুর :-
গত ৩ রা ডিসেম্বর ব্যক্তিগত কারণে উদয়পুর পৌর পরিষদের ভাইস চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলার অনুপম চৌধুরী । দীর্ঘদিন ধরে ভাইস চেয়ারম্যান পদটি শূন্য ছিল । এর ফলে কাজের চাপ বাড়ছিলো চেয়ারম্যানের উপর । পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি দলীয়ভাবে এবং পৌর পরিষদের সমস্ত কাউন্সিলারের সিদ্ধান্তক্রমে ভাইস চেয়ারম্যান পদে বসানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয় । এর ফলে নাম উঠে আসে উদয়পুর পৌর পরিষদের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ দেবনাথের । মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ উদয়পুর পৌর পরিষদের ২ নং হলঘরে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার , মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস সহ পৌর পরিষদের সমস্ত ওয়ার্ড কাউন্সিলাররা । এদিন ভাইস চেয়ারম্যান হিসেবে প্রদীপ দেবনাথ কে শপথ বাক্য পাঠ করান পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার । শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সমস্ত ওয়ার্ড কাউন্সিলার থেকে শুরু করে পৌর পরিষদের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো ।