প্রতিনিধি, গন্ডাছড়া ২৭ ডিসেম্বর:- রাজ্য সরকারি কর্মচারীদের ১২ শতাংশ ডিএ ঘোষণা করায় রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার গন্ডাছড়া বাজারে ধন্যবাদ রেলি এবং পথসভা করা হয়। এদিন রাইমাভ্যালী মন্ডল কমিটির উদ্যোগে ধন্যবাদ রেলিটি মন্ডল কার্যালয় থেকে শুরু হয়ে গন্ডাছড়া বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে বাজারের দূর্গাবাড়ি চৌমুহনীতে পথ সভায় মিলিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী মন্ডল সম্পাদক সমীর দাস, মন্ডলের কোষাধ্যক্ষ তপন চৌধুরী, ওবিসি মোর্চার সভাপতি নির্মল সরকার, মহিলা মোর্চার সভানেত্রী বর্ণাদাস মন্ডল, যুব মোর্চার সভাপতি সজল মল্লিক, লিটন দেবনাথ প্রমুখরা। বিজেপি নেতৃত্বরা সেখানে আলোচনা করতে গিয়ে বলেন ভারতীয় জনতা পার্টি মুখে যা বলে বাস্তবে তা করে দেখায়। নেতৃত্বরা বলেন বিজেপি সরকারের ৫ বছরের শাসনে রাজ্য সরকারি কর্মচারীরা প্রথম দফায় ৩ শতাংশ, দ্বিতীয় দফায় ৫ শতাংশ, এবং মঙ্গলবার তৃতীয় দফায় আরো ১২ শতাংশ ডিএ তথা মহার্ঘ ভাতা পেল। সব মিলিয়ে ২০ শতাংশ। রাজ্যের কর্মচারীরা এর আগে কোনদিন এত বড় ঘোষণার কথা শুনেননি। রাজ্যের বুকে আজকের দিনটি ঐতিহাসিক হয়ে থাকবে। বিজেপি নেতৃত্বরা বলেন বর্তমান সরকারের শাসনে কর্মচারীরা শান্তিতে আছে। সিপিএমের রাজত্বে কর্মচারীদের চাঁদা দিতে হত। আর এখন তাদের চাঁদা দিতে হয় না। রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মচারীদের বদলি হতে হয় না। কোন ধরনের হয়রানির শিকার হতে হয় না। নেতৃত্বরা আরো বলেন আজকের ডিএ ঘোষণার ফলে ১ লক্ষ ৪ হাজার ৬০০ জন নিয়মিত কর্মচারী এবং ৮০ হাজার ৮০০ জন পেনশনার উপকৃত হবেন।
105