প্রতিনিধি মোহনপুর :- দুর্গা প্রসন্ন দেব খুন কাণ্ডে মোহনপুরের ডিএম কলোনি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। রবিবার বিকেলে নমিতা সরকারের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যদিও কোন কিছু উদ্ধার এবং গ্রেফতার করেনি পুলিশ।
উষা বাজারের দুর্গা প্রসন্ন দেব খুন কাণ্ডে অন্যতম অভিযুক্ত রাজু বর্মন। বেশ কিছু অভিযুক্ত ইতিমধ্যে গ্রেপ্তার হলেও রাজু বর্মন এখনো অধরা। ইতিপূর্বে উষা বাজার এবং রাধানগর এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। রবিবার সিধাই থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় রাজু বর্মনের বাড়িতে পরিচারিকার কাজ করা নমিতা সরকারের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। যদিও এই সময় নমিতা সরকার বাড়িতে ছিলেন না। এদিন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এনসিসির এসডিপিও এবং সিধাই থানার পুলিশ নমিতা সরকারের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। পাশাপাশি বাড়ির লোকেদের কেউ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে কি কারণে তাঁর বাড়িতে এই অভিযান সেই বিষয়ে মুখ খুলেনি তদন্তকারী পুলিশ।
দুর্গা প্রসন্ন খুন কাণ্ডে পরিচারিকার বাড়িতে তদন্তকারী পুলিশ
288
previous post